এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

Christening of Debidwar(দেবিদ্বার উপজেলার নামকরণ )


দেবিদ্বার থানা প্রতিষ্ঠা:

কুমিল্লা জেলার মুরাদনগর থেকে ১৬টি ইউনিয়ন আলাদা করে ১৯১৭ সালের ১৫ জুলাই দেবিদ্বার থানা 
প্রতিষ্ঠা 
হয়। ঐ সালের ২১ সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯১৮ সালের ১ জানুয়ারী থেকে
 আনুষ্ঠানিকভাবে দেবিদ্বার থানার কার্যক্রম চালু হয়।


ভৌগলিক:

দেবিদ্বার উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং 
৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে ব্রাম্মনপাড়া ও মুরাদনগর উপজেলা, দক্ষিণাংশে 
চান্দিনা উপজেলা, পশ্চিমে মুরাদনগর উপজেলা, পূর্বে বুড়িচং ও ব্রাম্মনপাড়া উপজেলা।


দেবিদ্বার উপজেলার নামকরণ :

এ উপজেলার নামকরণ নিয়ে তিনটি ভিন্ন মত প্রচলিত আছে। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে অবিভক্ত 
দিনাজপুর জেলার ভাটটুরিয়ার দেবীকোটের রাজ পরিবারের ভ্রাতৃকলহে বানরাজা এ অঞ্চলে এসে 
স্থায়ীভাবে বসবাস শুরম্ন করেন। বানরাজা দেবীকোটথেকে আসায় দেবীকোটের নামানুসারে কালক্রমে 
দেবীকোট থেকে আজকের দেবিদ্বারের নামকরণ করা হয়েছে।
এক্ষেত্রে ভিন্ন কথাও রয়েছে অষ্টাদশ শতাব্দীর প্রথমভাগে বৃটিশ শাসনামলে বৃটিশ ক্যাপ্টেন জন ডেভিড 
ত্রীপুরার চিতনা নামক স্থান থেকে একটি নৌবহর নিয়ে গোমতী নদী পথে ঢাকা যাওয়ার সময় বর্তমান 
দেবিদ্বারের ভিংলাবাড়ি নামক স্থানে বানরাজার সৈন্যদের সাথে ক্যাপ্টেন ডেভিড তার সৈন্যদের নিয়ে 
যুদ্ধে জড়িয়ে পড়েন। এ সময় এ যুদ্ধের নাম ডেভিড ওয়ার (ডেভিড যুদ্ধ) নামে পরিচিতি লাভ করে। 
পরবর্তীতে ওই নামানুসারে ডেভিড ওয়ার থেকে আজকের দেবিদ্বার নামে পরিচিতি লাভ করে।
৩য় মতাদর্শীদের মতে যতদূর জানা যায় এ উপজেলা সদরে বহু দেব-দেবীর পূজা অর্চনা হতো। 
ফলশ্রম্নতিতে এ উপজেলার নামকরণ হয় দেবিদ্বার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন