এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৫ জানুয়ারী, ২০১২

তিতাস উপজেলা

তিতাস উপজেলা বাংলাদেশের একটি উপজেলা। এটি কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত 


একটি এলাকা ও সরকারের প্রশাসনিক অঞ্চল। সাধারণত পাকিস্তান আমলের 


থানাকে উপজেলায় উন্নতি করা হয়েছে। কিন্তু তিতাস একটি নবগঠিত 


প্রশাসনিক অঞ্চল। অর্থাৎ পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার অংশ নিয়ে এই

উপজেলা গঠন করা হয় ২০০৪ সালে। উপজেলা নির্বাহী অফিসার এই

উপজেলার প্রধান সরকারী কর্মকর্তা।

অবস্থান

উত্তরে কুমিল্লা জেলার হোমনা উপজেলা, দক্ষিণে কুমিল্লা জেলার দাউদকান্দি 
উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা ও পশ্চিমে কুমিল্লা জেলার 
মেঘনা উপজেলা অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

যেহেতু তিতাস উপজেলায় অধিকাংশ এলাকা গ্রাম সেহেতু এখানে ৯ টি 
ইউনিয়ন 
পরিষদ রয়েছে। সেগুলো হলঃ
  • সাতানী

  • জগতপুর

  • বলরামপুর

  • কড়িকান্দি

  • কলাকান্দি

  • ভিটিকান্দি

  • নারান্দিয়া

  • জিয়ারকান্দি

  • মজিদপুর

স্থানীয় সরকার

২৫ জুন ২০১১ তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে তিতাস 
উপজেলার স্থানীয় সরকারের গোড়াপত্তন হয়। ভোটারের সংখ্যা সর্বমোট ১ 
লাখ ৭ হাজার ৮শ ৬৩ ভোটারের যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫০ 
হাজার ৬৯ এবং মহিলা ভোটারের সংখ্যা ৫৭,৭৯৪। প্রতিটি ইউনিয়নে 
একজন চেয়ারম্যান এবং কযেকজন সদস্য থাকে। ৯টি ইউনিযনে চেয়ার
সংরক্ষিত[২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন