অবস্থান
উত্তরে কুমিল্লা জেলার হোমনা উপজেলা; দক্ষিণে কুমিল্লা জেলার চান্দিনা
উপজেলা এবং চাঁদপুর জেলার মতলব উপজেলা ও কচুয়া উপজেলা; পূর্বে কুমিল্লা
প্রশাসনিক এলাকা
দাউদকান্দি উপজেলা তে মোট ১টি পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন পরিষদ
রয়েছে। একমাত্র পৌরসভাটি হচ্ছে দাউদকান্দি পৌরসভা। বাকি ১৫ টি
ইউনিয়ন হলঃ
- উত্তর দাউদকান্দি
- বিটেশ্বর
- উত্তর ইলিয়টগঞ্জ
- দক্ষিণ ইলিয়টগঞ্জ
- গোয়ালমারী
- জিংলাতলী
- গৌরীপুর
- মারুকা
- পশ্চিম মোহাম্মদপুর
- দৌলতপুর
- পূর্ব মোহাম্মদপুর
- পদুয়া
- পশ্চিম পাঁচগাছিয়া
- বারপাড়া
- সুন্দলপুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন