মেঘনা উপজেলা
মেঘনা উপজেলা বাংলাদেশের একটি উপজেলা। এটি কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত
একটি এলাকা ও সরকারের প্রশাসনিক অঞ্চল। সাধারণত পাকিস্তান আমলের
থানা কে উপজেলায় উন্নীত করা হয়েছে। কিন্তু মেঘনা উপজেলা একটি
নবগঠিত প্রশাসনিক অঞ্চল। অর্থাৎ পার্শ্ববর্তী উপজেলাসমূহের অংশ নিয়ে এই
উপজেলা গঠন করা হয় ২০০৪ খ্রিস্টাব্দে। উপজেলা নির্বাহী অফিসার এই
উপজেলার প্রধান সরকারী কর্মকর্তা। ২০১১ খ্রিস্টাব্দের ২৩মে জুন প্রথম
মেঘনা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার
গঠিত হয়।
অবস্থান
মেঘনা উপজেলা মেঘনা নদীর তীরে অবস্থিত। এর উত্তরে কুমিল্লা জেলার
দক্ষিণে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া
উপজেলা; পূর্বে কুমিল্লা জেলার তিতাস উপজেলা; এবং পশ্চিমে নারায়ণগঞ্জ
জেলার সোনারগাঁও উপজেলা ও মেঘনা নদী অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
মেঘনা উপজেলায় সবকয়টি এলাকা গ্রাম এবং এটি সম্পূর্ন
চরাঞ্চল। এখানে কোন পৌরসভা নেই কিন্তু এখানে ৭টি
ইউনিয়ন পরিষদ রয়েছে। সেগুলো হলঃ
- চন্দনপুর
- চালিভাঙ্গা
- রাধানগর
- মানিকারচর
- বড়কান্দা
- গোবিন্দপুর
- লুটেরচর
বিবিধ
এলাকা: ৯৮.৪৭ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ১ লক্ষ (আনুমানিক)
জনঘনত্ব: ৯৮৫ জন প্রতি বর্গ কিলোমিটার
উইনিযন সংখ্যা: ৭টি
মৌজা: ৪১টি
সরকারী হাসপাতাল: ১টি, চিকিৎসা ক্লিনিক: ৪টি।
হাটবাজার; ১৭টি।
ডাকঘর: ৫টি।
পোস্টকৌড:৩৫১৬।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন