কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের পাশে অবস্থিত একটি শহর। এটি চট্টগ্রাম বিভাগ এ অবস্থিত কুমিল্লা জেলার প্রশাসনিক কেন্দ্রবিন্দু
জনপ্রিয় নাম:
"কুমিল্লা"
|
|
দেশ
|
|
জেলা
|
কুমিল্লা জেলা
|
এলাকা
|
|
- শহর
|
|
জনসংখা
|
৪ লাখ ১৯ হাজার ৬২৩ জন।
|
সময় স্থান
|
BST (UTC+6)
|
ভৌগোলিক অবস্থান
কুমিল্লা ভৌগোলিকভাবে ২৩°২৭′০″ উত্তর এবং ৯১°১২′০″ পূর্বে অবস্থিত। কর্কটক্রান্তি রেখা (২৩°৫')
কুমিল্লা শহরের দক্ষিণ দিকে টমসন ব্রিজের উপর দিয়ে অতিক্রম করেছে। কুমিল্লার মোট আয়তন ২৮০
কিলোমিটার। এর উত্তরে বুড়িচং ও ত্রিপুরা, দক্ষিণে লাকসাম ও চৌদ্দগ্রাম এবং পশ্চিমে বরুড়া অবস্থিত।
কুমিল্লার উপর দিয়ে যেসব নদী প্রবাহমান, সেগুলোর মধ্যে গোমতি ও ছোট ফেনী উল্লেখযোগ্য।
প্রশাসন
অন্যান্য জেলাসমূহের মত, কুমিল্লা জেলাতেও একজন ডেপুটি
কমিশনার (ডিসি) বা জেলা প্রশাসক
আছেন, যিনি জেলার সকল প্রশাসনিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু।
জেলা প্রশাসকের কার্যালয় শহরের
ধর্মসাগরের চান্দিনা, তিতাস, মেঘনা, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট,
ব্রাহ্মণপাড়া ও মনোহরগঞ্জ।
কুমিল্লা মূল শহরটি আদর্শ সদর থানার অন্তর্ভুক। কুমিল্লা ক্যান্টনম্যান্ট বাংলাদেশের
অন্যতম একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় আর্মি ব্যাপকভাবে ক্যান্টনম্যান্টটিকে ব্যবহার করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিভিন্ন দেশের সৈন্যদের কবর এখানে রয়েছে।পূর্বদিকে ফৌজদারী এলাকায় অবস্থিত। কুমিল্লা জেলা ষোলটি থানায় বিভক্ত। এগুলো হল কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সদর দক্ষিণ, হোমনা, লাকসাম, মুরাদনগর, দেবীদ্বার, দাউদকান্দি, বুড়িচং, বরুড়া,
good information
উত্তরমুছুনthank you
উত্তরমুছুন