এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৪ মার্চ, ২০১২

কুমিল্লা EPZ



 কুমিল্লা EPZ:



বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে কুমিল্লা একটি অন্যতম জেলা ।এ জেলাটি অন্যান্য জেলা অপেক্ষা একটু বেশি উন্নত।শহরটিতে অনেক ভিখ্যাত জিনিস রয়েছে ।বাংলদেশের EPZ গুলার মধ্যে কুমিল্লা EPZ অন্যতম ।এটি বাংলাদেশের ২য় বড় EPZযা বাংলাদেশের অর্থনীতিক উন্নতিতে বিশাল অবাদান রা্কতেসে।
কুমিল্লা EPZ এর সন্দর্যৈ্র কথা বলতে গেলে এই ব্লগে লেখে শেষ করা জাবেনা।EPZ ২টি গেইট রয়েছে।
প্রথম গেইটি প্রধান সড়কের পাশে ।এই গেইটি সবার জন্য খোলা। গেইটের উপরের ফলকে লেখা আসে কুমিল্লা রপ্তানি পক্রিয়াকরন এলাকা । এই গেইট দিয়ে একটু ঢোকার ২য় গেইট। এই গেইট সবার জন্য খোলা নয়। এখানে নিজের পরিচয় দিতে হবে। তারপর ঢোকতে দেওয়া হবে।EPZ  এর ভেতরের পরিবেশ অনেক সুন্দর ।প্রাকৃতিক পরিবেশ মনোরম এবং চমৎকার ।ভেতরে অনেক সুন্দর গাছপালা রয়েছে ।গাছপালা গুলো সারি সারি ভাবে সাজানো আছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন